গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) সকালে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা সাধনা রানী (৫০) ও তার ছেলে উৎপল সরকার (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উৎপল সরকার ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যায়। এতে জমিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। সন্ধ্যা পর্যন্ত উৎপল বাড়ি ফিরে না আসায় ছেলের খোঁজে জমিতে যান মারা সাধনা রানী। ক্ষেতে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করার সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল আলম বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একই সঙ্গে মা-ছেলের মৃত্যু খুবই দুঃখজনক।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বার্তা২৪.কমকে বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকালে ইউডি মামলা দায়ের হয়েছে।