করোনা মোকাবিলায় নরসিংদী জেলার চিকিৎসকদের জন্য ২ হাজার পিস পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
শনিবার (৪ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে এসব পিপিই তুলে দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন, ‘আমাদের সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন চিকিৎসকরা। তাই তারা যাতে করোনা ঝুঁকিতে না থাকেন তার জন্য প্রথম পর্যায়ে নিজস্ব কারখানায় তৈরিকৃত ২ হাজার পিপিই বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৩ হাজার পিপিই প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে তাও তাদের মাঝে দেয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোজাম্মেল হক কমল, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম ও জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান প্রমুখ।