করোনাভাইরাস মোকাবিলায় দুই শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার করাতকল শ্রমিকরা।
রোববার (৫ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলার একতা করাতকল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি লবণ ও আধা কেজি করে ডাল প্রদান করা হয়।
এ সময় একতা করাতকল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জগদীশ দাস ও সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, কোষাধক্ষ মো. শাহিনুর মিয়া, প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া ও সদস্য মো. নয়ন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
একতা করাতকল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রচার সম্পাদক মো. সেলিম মিয়া জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধি নিষেধের কারণে কর্মহীন হত-দরিদ্র মানুষের দুর্ভোগ দুদর্শা লাঘবে সাধ্য অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রাখব ইনশাআল্লাহ ।