সভ্যতার বেড়াজালে অসভ্য মুখোশ
মানবিক আদর্শকে টেনে ও হিঁচড়ে
নৃশংসতার বৈয়ামে মোড়কজাত করছে সতত
আর দৃষ্টিহীন মানবতা আছড়ে পড়ছে
সমাজ-সমুদ্র তীরে অপ্রত্যাশিত ঢেউয়ে-
ওরা মানুষ তো নয়, ওরা নারী
ওরা মাংসপিণ্ড, ভোগের লোভনীয় আচার:
টক মিষ্টি ঝালের রসনা দিয়ে নিত্য
টুকরো টুকরো করছে লালায়িত
জিভের আঁচড়ে-
একটা সকাল, একটা একটা দিন, রাত্রি
এমনকি পুরোটা জীবন ধ্বংস করতে উদ্যত
নিপুণ ধর্ষণে পারদর্শী ক্ষমতাধর পুরুষ!
হা হা হা হো হো হো
আমরা রাবণের বংশোদ্ভূত
আমারাই পারি শ্রী সীতা নামক সতীত্বকে
পদতলে রেখে অসতীর কলঙ্ক-মালা পরাতে।
কাপুরুষ আরো আছে
যারা সুশীল-ধীমান চোখ খুলে সব দেখে
তারপর প্রতিবন্ধীর আদলে বইয়ের পাতা উল্টায়!
প্রতিবাদ নয় সহানুভূতি নয়-
উচ্ছিষ্ট সমাজের বক্তব্য এখন আর কোনো
মানবিক অর্থ বহন করে না।