কবি হেলাল হাফিজ স্মরণে

জলপ্রপাত

  • আশামনি
  • |
  • Font increase
  • Font Decrease

-কবি হেলাল হাফিজ (১৯৪৮-২০২৪)

-কবি হেলাল হাফিজ (১৯৪৮-২০২৪)

কবি আপনাকে ভাবতেই
ভোগ এবং ভোগীর প্রতি
জন্ম হয় ঘৃণা মিশ্রিত করুণার
প্রেম করুণা চায় না।

কি অপার অসীম ছিল
আপনার গ্রহণের অভিব্যক্তি
হৃদয়ের ছত্রে ছত্রে
কি নিদারুণ বেদনা ব্যপ্তময়।

বিজ্ঞাপন

যে জলে আগুন জলে
নিষিদ্ধ সম্পাদকীয়
কি চমকপ্রদ বুনন শৈলী
দ্রোহ, প্রেম, প্রতিবাদ, উপেক্ষা।

স্মননে কবি হৃদয় করেছে
বারংবার শূন্যতার ভ্রমজাল
কি নন্দিত স্পর্ধা আপনার
নিষ্ঠ এক নারীর প্রেম পূজায়।  

বিজ্ঞাপন

কাল কাটিয়ে চললেন কালান্তরে
যাই বলতে নেই কবি, বলুন আসি
হেলেনদের নয়না জুড়ে থাক
নায়াগ্রা প্রপাত, কবির জন্য নৈবেদ্য।