স্পর্ধা

কবিতা, শিল্প-সাহিত্য

রাহনুমা খান - কোয়েল | 2023-08-29 03:16:47

স্পর্ধা কোথাও দেখিনা-
অগনিত প্রতিবাদমুখর বজ্রমুষ্ঠি দেখি ,
প্রতিরোধের দুর্বল দেয়ালও প্রায়শঃ চোখে পড়ে;
কিন্তু স্পর্ধা কোথাও দেখিনা।

অসংখ্য ভীত-সন্ত্রস্ত মানুষ দেখি 
মাথা গুঁজে হেঁটে চলা যান্ত্রিক জনপদের বিভ্রান্ত মানুষ-
প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা গুটিকতক মানুষ দেখি; হতাশাগ্রস্ত মানুষ;
স্পর্ধা কোথাও দেখিনা।

অনেক ক্ষুধার্ত মানুষ দেখি, বঞ্চিতের আক্রোশ দেখি;
শান্তির নগরীতে বারুদের গন্ধ দেখি,
ক্ষমতাধরের সীমাহীন ঔদ্ধত্য দেখি,
ভিক্ষুকের নগরীতে বখাটের নিলর্জ্জতা দেখি –
কিন্তু স্পর্ধা কোথাও দেখিনা ।
ধর্মক্ষেত্রে, রণক্ষেত্রে অনেক জনসমাগম দেখি-
অনেক ‘আমি’-র ভিড়ে হেরে যাওয়া সম্পর্ক দেখি;
জনারন্যে অগণ্য নিঃসঙ্গ চোখ দেখি,
স্পর্ধা কোথাও দেখিনা ।

তথাপি এত ক্ষরণেও হৃদয়ে জমে দুলর্ভ আশ্বাস;
বুকের গহীনে থাকা একান্ত ঝর্ণার জল থেকে তৈরি হয় সুগন্ধি আরক-
সেখানে আজন্ম লালিত স্বপ্নগুলো বেঁচে থাকে, অপেক্ষায় থাকে; শাণিত
শোণিতে কখন জ্বলবে প্রতিবাদের হুংকার,
কুয়াশা মাড়িয়ে পাহাড় চূড়ায় জগতের সকল স্পর্ধা নিয়ে দাঁড়িয়ে রইবে-
সেই অপ্রতিরোধ্য অপরাজিত যোদ্ধা ।

এ সম্পর্কিত আরও খবর