ডিসেম্বর

কবিতা, শিল্প-সাহিত্য

রাহনুমা খান-কোয়েল | 2023-08-29 00:19:58

ডিসেম্বর এলেই চারিদিকে বিজয়ের ঘ্রাণ, বর্ণিল সাজে সজ্জিত পথ-ঘাট,

গাড়িতে বাড়িতে ওড়ে লাল-সবুজ পতাকা,

স্মৃতিসৌধ-বধ্যভূমিতে ফোটে প্রজ্জলিত আলোর বিচ্ছুরণ,

রুপালী শিশিরে ঢেকে যায় ভোরের শহীদ মিনার।

 

ডিসেম্বর এলেই বছর শেষের মধ্যবিত্তের হিসাব-নিকাশ,

হাওড়-বিলে অতিথি পাখির আনাগোনা ,

কলেজ পড়ৃয়া দলবেঁধে বনভোজনের আমোদ আয়োজন,

শহরজুড়ে বিয়ে বাড়ির আলোকসজজ্জা

 

ডিসেম্বর এলেই বকেয়া বেতনের হিসাব কষা গার্মেন্টস কর্মী সালেহার,

আসছে বছর ফসলের ভালো দামের আশায় জমীর চাচার বাড়ন্ত ঋণের বোঝা,

ছেলের স্কুলের মাইনের টাকা যোগাড়ে দুশ্চিন্তাগ্রস্থ রিক্সাচালক অসীম,

অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক শফিক সাহেবের না মেলা সঞ্চয়পত্রের হিসাব।

 

ডিসেম্বর এলেই বেকার যুবক হাসান স্বপ্ন দেখে নতুন বছরে একটা ভালো চাকরির,

আসছে বছর বাড়ি যাবার জন্য বোঁচকা গোছায় গৃহকর্মী কুলসুম,

বসতভিটা ফিরে পাবার আশায় লড়বে আবার সাঁওতাল বিরজু হাসদা,

নতুন করে দিন বদলের গান বাঁধে মনোহর বয়াতি।

 

ডিসেম্বর মানেই আমাদের কাছে নিউ ইর্য়াস রেজুলেশন,

ডিসেম্বর মানেই তাদের কাছে আরও একটা বছর বেঁচে থাকার যুদ্ধ।

এ সম্পর্কিত আরও খবর