ডিএমসি’র মর্গ থেকে বলছি
তোমরা আমাকে আজ চিনবে
ও তো বন্ধু না, ঘনিষ্ঠ বন্ধু!
লেবাসে থাকা হিংস্র জন্তু
যখন চারপাশে ধর্ষণবিরোধী স্লোগান,
প্ল্যাকার্ড হাতে তোমরা আন্দোলনরত
ডলফিন গলির কলাবাগান এলাকায়
ঠিক, ঠিক তখন আমি বন্ধুর হাতে।
সোহাগী জাহান তনু আমার পূর্বসূরি
চিনেছো? আমি বোধহয় তনুরই মতন
ধর্ষিতা।
আহসান ইমাম: সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, জহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়