‘আনকাবূত’ কাব্যগ্রন্থ কবি আদিল মাহমুদের দৈনন্দিন জীবনের স্মৃতির অ্যালবাম

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 08:23:30

‘আনকাবূত’ কাব্যগ্রন্থ কবি আদিল মাহমুদের দৈনন্দিন জীবনের স্মৃতির অ্যালবাম। দিনালিপি মাত্র। কবির মন কখনো কি অবস্থায় ছিল তারই বৃত্তান্ত। এছাড়াও কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে আমাদের ঐতিহ্য, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালা।

কবি ও কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শাহাদাত জামান বলেন, ‘আদিল মাহমুদ একজন নীরব ও নিঃশব্দ অনুসন্ধানকারী দহনদগ্ধ কবি। তার শব্দ নির্বাচন, প্রয়োগ কৌশল, অনবদ্য চিত্রকল্প, সৃষ্টি বৈচিত্র্য, নির্মাণশৈলী আনন্দদায়ক। প্রথাগত আবেগকাতরতা, থরোথরো প্রেমময়তা পরিহার করে স্বতন্ত্রস্বাদ রচনায়, ছন্দ ও ছন্দোহীনতায় তিনি অন্যতম। তাঁর ‘আনকাবূত’কাব্যগ্রন্থে দেখেছি এইসব অনুভবী বৈশিষ্ট্য।

কবিতায় তিনি জাগতিক বিপন্নতা থেকে কোনো এক মহাজাগতিক আশ্রয়চেতনার দিকে হেঁটে চলছেন একা। আর আন্মোচন করছেন নৃত্যনন্দন আচ্ছন্নতার জাদুবলয়। নিঃসঙ্গতা ও সময়ের অস্থিরতা স্বত্তেও তাঁর কবিতায় আছে এক ধরনের নম্রতার আবরণ। আনকাবূত কাব্যগ্রন্থে তিনি লিখেছেন, ‘মাটিতে পা রেখেছি বলে আমার পিছু ছাড়লো না! তার থেকে চাই ক্ষমা’। ‘মাটির বুকে ফুলের ঝরে পড়ার মত তুমিও একদিন অনায়াসে ঝরে পড়বে। মাটিতেই মাটি হবে।’ কম বয়সী তরুণ এই কবির কবিতার জীবন ও বোধের প্রতি আমার সম্মান রইলো।’

বই: আনকাবূত

লেখক: আদিল মাহমুদ

প্রচ্ছদ: রাজীব দত্ত

প্রকাশনী: চৈতন্য প্রকাশন

মুদ্রিত মূল্য: ১৬০ টাকা

বইমেলা স্টল: ৩৩২-৩৩

এ সম্পর্কিত আরও খবর