প্রকাশিত হলো 'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান'

বিশ্বসাহিত্য, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 00:14:19

ইসলাম ও মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মাহে রমজানকে সামনে রেখে আল-হাদী প্রকাশন বের করেছে একটি প্রয়োজনীয় বই। ১৪ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে বইটি প্রকাশ পেলো রোববার (১১ এপ্রিল)। বইটির নাম 'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান'। লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম'র অ্যাসোসিয়েট এডিটর ড. মাহফুজ পারভেজ।

উল্লেখ্য, রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস ও বরকতময় রোজার মাস। এ মাসের তাৎপর্য অপরিসীম। এ মাসের রোজা পালনের নানা দিক ও রোজাদারের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বইটি রচিত হয়েছে। আল-হাদী প্রকাশন এবং রকমারি থেকে অনলাইনে ড. মাহফুজ পারভেজ রচিত

'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান' গ্রন্থটি বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে ১৫০ টাকায়।

রকমারি.কম থেকে বইটি সংগ্রহের লিংক:

https://www.rokomari.com/book/214408/quran-hadeser-aloke-manobjibone-ramjan

এ সম্পর্কিত আরও খবর