জাহানারা ইমাম

কবিতা, শিল্প-সাহিত্য

রাহনুমা খান- কোয়েল | 2023-08-31 16:43:26

জাহানারা ইমাম মানে একাত্তরের দিনগুলি;
জাহানারা ইমাম মানে মুক্তিযুদ্ধের জন্য সন্তান উৎসর্গ;
জাহানারা ইমাম মানে এক সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস;
জাহানারা ইমাম মানে কুচক্রী রাজাকারের পরাজয় ।।

একটি নাম কি করে এত শক্তিশালী হতে পারে !
কি করে কোটি মানুষের মুখ হতে পারে!
এক মা কি করে সকলের মা হতে পারে !
আপনাকে চেনা না হলে সে কথা জানাই হতো না। ।

আপনার নাম উচ্চারিত হলে মনে পড়ে যায়---
রাজপথ, আন্দোলন, ঐক্যতার কথা;
কাঁকন বিবি, রমা চৌধুরীর মতো আরও অনেকের ত্যাগের কথা;
স্টেনগান হাতে কিশোর মুক্তিযোদ্ধার কথা ।

জাহানারা ইমাম তাই হার না মানা এক দৃপ্ত প্রতীজ্ঞা;
জাহানারা ইমাম হয় পরাজিত শত্রুর অসহায় আক্রোশ;
জাহানারা ইমাম মানেই সম্মিলিত কন্ঠে উচ্চারিত দাবী;
জাহানারা ইমাম অর্থই অপশক্তির বিরুদ্ধে লড়াই ।

এ নামের সাথে মিশে আছে দুর্বিনীত গেরিলাবাহিনীর সাহসের কথা;
অত্যাচারীকে বিচারের কাঠগড়ায় তোলার অদম্য ইচ্ছাশক্তির কথা ;
দিন-বদলের আশার কথা; স্বপ্ন পূরণের কথা;
সকলের জন্য আর্থ ও সামাজিক মুক্তির কথা ।।

জাহানারা ইমাম মানে অনেক অমিমাংসীত প্রশ্ন;
রাজাকার মুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার পূরণের প্রশ্ন;
অন্যায়-অবিচারের রিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের অপারগতার প্রশ্ন;
কুশিক্ষা-অপশিক্ষার আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ হতে না পারার প্রশ্ন ।।

এ নাম উচ্চারণের আগে যেন তাই বুঝে নেই আমার যোগ্যতা;
যেন মনে থাকে উত্তরসূরী হিসেবে আমার অঙ্গীকার;
যেন ভুলে না যাই তাঁর যুদ্ধটা এখনও শেষ হইনি;
যেন খুঁজে নেই সেই সকল অমিমাংসীত প্রশ্নের উত্তর ।।

এ সম্পর্কিত আরও খবর