কোথাও কিছু পুড়ছে বুঝি--
কি পুড়ছে তা দেখছিনা;
গন্ধটা শুধু আসছে ভেসে
উৎসটা বুঝেও বুঝছিনা ।
পুড়ছে কারও মন নাকি গো?
ঘর হলেও বা জানবো কি—
বিবেক পুড়ে কয়লা হলে;
আমরা সবাই মানবো কি?
গ্রাম পুড়ছে না শহর পুড়ছে ?
পুড়ছে কারও ভালবাসা?
দিন-বদলের আকাঙ্ক্ষায় ----
পুড়ছে হয়তবা বোকা প্রত্যাশা ।
হাড্ডিসারের স্বপ্ন পুড়ছে-
পুড়ছে সাথে ভবিষ্যত;
ক্ষমতাহীনের আবাস পুড়ছে-
কে দিবে এই কৈফিয়ত?
পুড়ছে বুঝি ন্যায্যতা আর
সঙ্গে কিছু অঙ্গীকার---
সময়ও এখন অন্ধ-বোবা;
পোড়া ঠেকায় সাধ্য কার!
প্রতিশ্রুতি পুড়ে হচ্ছে যে ছাই;
নেই তো কোন প্রতিকার--
সবাই আছি নিজেতে মগ্ন;
কে শুনে কার হাহাকার!
পুড়তে পুড়তে শেষ হলো সব;
দাবি দাওয়া আর প্রাপ্যতা—
পোড়ার মধ্যে বাকি কেবল;
অর্থহীন সব কবিতা।
----- রাহনুমা খান-কোয়েল, ২০ মে ২০২১