নির্জন রাত: অনুভূতির সংলাপ

কবিতা, শিল্প-সাহিত্য

মহীতোষ গায়েন | 2023-09-01 21:47:08

বেসব্রিজ স্টেশন তখন রাত ১২টা ২০
নিঝুম রাত,স্টেশন জনমানবশূন্য,রাত
বাড়ে,ট্রেনের দেখা নেই,ভেসে আসছে
সানাই-এর পাগল করা সুর, প্রেমাতুর।
 
রাত বাড়ে,রাতের নির্জনতা আলুথালু
করে সচেতন বিবেক,রহস্যময় আবর্তে
ভাসে মাধবীলতার ডাক,অথচ আশঙ্কার
সংকেত,আবার ট্রেন গন্তব্যের অভিমুখে।
 
শিয়ালদহ স্টেশনে নেমে নিয়নের বাতিতে
রাতের সৌন্দর্যে মেশে নিরাপত্তাহীন সংশয়;
অবশেষে ট্যাক্সিতে উঠে পড়া,যাপন বাসরে
যাওয়ার জন্যে একে একে স্টপেজ অতিক্রম।
 
হিমেল হাওয়ার হাওয়ার পরশ নাকে মুখে বুকে
চুম্বন দিয়ে ফেরে আর আসে,বেলগাছিয়া,বিধান
নগর,হলদিরাম,বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট-এর
বুক চিরে এগোচ্ছে ট্যাক্সি এক অজানা আনন্দে।
 
দ্বিতীয় প্রহর আসে,রাতচরা পাখি বাসায় গেয়ে
ওঠে মাঙ্গলিক গান,লাম্প পোস্টের সব আলো
মুখে পড়ে,সলজ্জ হাসে,রাস্তার দুধারের বাড়িতে
কোথাও বিপর্যয় আবার কোথাও বা নির্মাণ সুখ।
 
 

এ সম্পর্কিত আরও খবর