এক্সপায়ার ডেট অব লাইফ— ডুবন্ত
ক্ষুদ্র অণুজীবে... ভ্রমাণ্ডে আজ
সকালে ঘুম না ভাঙতেই চোখ কচলে
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
সিরিঞ্জে ভর্তি আয়ুপানি সব—
হাতের নয়, ফেস মাস্ক গো সাদা কালো
কোথাও কোথাও হে আতশী উজান
মেলে সে যে চিড়িয়ার বাহুতেও!
হে বাঙালি, জীবন ঢের লহুতেও!