শ্রাবণের প্রথম দিন

কবিতা, শিল্প-সাহিত্য

রাহনুমা খান কোয়েল | 2023-09-01 19:25:30

প্রথম শ্রাবণ দিন
আর্দ্র আকাশ অনন্য অসীম,
স্মৃতির দেরাজে ভিজে যাওয়া খেরোখাতা ভরায়
বিলম্বিত প্রহরের অষ্ফুট অর্জন,
শ্রাবণের প্রথম দিন ।

প্রথম শ্রাবণ দিন
বিষন্ন মেঘ বয়ে আনে উদভ্রান্ত গর্জন,
ব্যলকনির কোল ঘেসে নিঃসঙ্গ বৃষ্টির ধারাপাতে
ক্যানভাসে ঘনায় জমাট অভিমান,
শ্রাবণের প্রথম দিন।

প্রথম শ্রাবণ দিন
সবুজপাতার ডগায় আদুরে দিন,
ভেজা চোখ আর ভেজা মন ঘনীভূত আঁধারে আঁকে
দিগন্তব্যাপী জলের বিচ্ছুরণ,
শ্রাবণের প্রথম দিন।

এ সম্পর্কিত আরও খবর