মনোজিৎ মিত্র’র কবিতা

কবিতা, শিল্প-সাহিত্য

মনোজিৎ মিত্র, কবি | 2023-09-01 22:20:09

বহু
প্রেম হলো অনেক। আমারে দেখাও কুৎসিত, আশা করি তা প্রেমের
মতন অনন্ত না, যা কিছু দীর্ঘতর। অশেষ, তারে আর চাইনে সীমায়
তুমি দেখা দাও সহজ ভঙ্গিমায়, প্রতারণাসহকারে—
ভালোবাসো মিথ্যে, তবু আমি পটে যাবো।

অন্য কারো ঘ্রাণ মেখে ফিরলে ঘরে টের পাব না, খুব ভালোবাসবো!


কদর্য
সামনে তোমার—
থরে থরে ছড়ায়ে দেবো
ঘৃণা।

তুমি কোনোখানে প্রেম
আর পাবা না

আমারে, ভালোবাসলে!

 

দেহ
সমস্ত বিষধর দেখতে সুন্দর

সাপ
নারী, পুরুষ

প্রেম, প্রতারণা ও মিথ্যুক
আর তোমাদের ভালোবাসা
বহু বছরব্যাপী—

নক্ষত্র থেকে ঝরতেছে দীর্ঘ
দাগ রেখে যাচ্ছে ছোবলের।

 

পরিচ্ছন্নতাকর্মী
যতক্ষণ অন্ধ না হও— ততক্ষণ জাগায়ো না মনে প্রেম
প্রশ্নের সুতীক্ষ্ণ চোখে তাকায়ে দেখো যা, সব আবর্জনা
হৃদয়েরে কোথাও মেলে না পরিচ্ছন্ন, প্রতারণামূলক সে
যদি না নোংরা সরাতে জানো তবে ভালোবেসো না
সম্পর্ক বহু ব্যবহৃত ডাস্টবিন তারে খালি করি প্রতিদিন।


অন্তঃস্থ
অনভ্যাসে ভালোবাসা কমে যায়
তাই দেখো ঝরাপাতারে ভালোবাসতেছি
তুমি এলে তোমারে ভালোবাসবো

সে এলে তারে—
প্রেমে ছুঁৎমার্গ চলে না। জানে, অনুভব।

 

এ সম্পর্কিত আরও খবর