কুয়াশা দিন

কবিতা, শিল্প-সাহিত্য

শরীফুল আলম | 2023-08-31 17:44:58

প্রায় প্রতিদিন তোমাকে নিয়ে কবিতা লিখি,

তোমার ঝিলিক দেখি , আমার চশমার ভিতরে
কখনো চোট পাই , কখনো বুঝাপড়া , ধুমধাম আনন্দ
তোমার বৈভবে আমার হাজার প্রশ্ন
অবশিষ্ট মিলাতে পারিনা আমি
মন্দ ভালোবাসায় হাপিত্যেশ কেবল বাড়ে
ঠোঁটের ফাঁকে মিছিল বাড়ে
যেন এ বেদুইন কোন সত্য
শ্রাবণের শেষ ফোটার বানভাসি ,
সমস্ত প্রশ্ন , উত্তর জুড়ে কেবল তুমি
ছন্দ মাত্রা পতন
আঙুলের ভাঁজে ধূসর পৃথিবী ।

দুইয়ের মাঝে কিছু প্রশ্ন আমার
আধিপত্য কেবল আমার ইচ্ছে
অথচ অক্ষমতাও কখনো কখনো গোত্রহীন হয়
কালো রাতে থাকেনা কখনো অপ্রস্তুত প্রাণ
দুরন্ত ভয় উড়ন্ত দেশের রাঙা গায়
ইনাম দেয়না কেউ ফকিরে ।

তোমার স্থির চিত্র ঘিরে আজ জ্যোৎস্নার ঝাঁক
আধিপত্যে কেবল তুমি
ভালোবাসার শেষ প্রান্তে গা ঘেঁষে দাঁড়াও
স্বপ্নের সিঁড়ি বেয়ে অন্তরে ।

এমন কুয়াশা দিনে তোমাকে ভালোবেসে
নিরবে মোহগ্রস্থ হওয়া যায় ,
মাঝেমাঝে এও ভাবি
প্রকাশিত হউক না ভালোবাসার সঞ্চয়
আবার ভাবি , না
মেঘের সাথে এখনোতো আমার হয়নি সাক্ষাৎ
যেটুকু ভুল তা স্বপ্ন বুনেছি কেবল বিনিময় ,
সম্পর্কের পুরোটা জুড়েই কেবল অলিক গল্প
চাদর মোড়ানো মোহগন্ধ
ভাবনায় বৃষ্টি বৃষ্টি ছন্দ খেলা ।

কিছু শব্দ এখনও একলা ঘুরে
কিছু শব্দ কাহিনী হয়ে গল্প বুনে
আশ্চর্য চাঁদের রাতে ডুগডুগি বাজে আমার চ্যাপ্টারে
জোয়ারের জলে ভেসে যায় তখন পারস্য রজনী
জীবনের গোটা পর্ব যেন নতুন সংকল্পে ।

_________________________________________

শরীফুল আলম।
২৭ ডিসেম্বর / ২০২১
হাডসন / নিউইয়র্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ।

এ সম্পর্কিত আরও খবর