ভালোবাসায় কেবল মোহ থাকলেই হয়না
মাল্টিপল সুখও থাকা চাই
যেটুকু দেখলে চোখ নির্দোষ থাকে
ভালোবাসায় কেবল সেটুকু দেখলেই হয়না ,
একজন পুরুষ নারীর দিকে যে ভাবে তাকায়
ভালোবাসার মানুষটির দিকে
ঠিক তেমনি ভাবেই তাকাতে হয়
সভ্য উপায়ে ভালোবাসা যায়না
ভালোবাসায় পাঠ উদ্ধারটাই আসল কথা ,
আমি কোন রাজা নই , বাদশা নই
যে নৃত্যের মহড়ায় ইনাম ঢেলে দেব
আমার কাছে প্রেম মানেই প্রাণবন্ত
আমার কাছে প্রেম মানেই ফুরফুরে হাওয়া
প্রেম মানেই আমার কাছে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে
দামী রিং পরিয়ে প্রপোজ করা ,
প্রেম মানেই আমার কাছে তাঁর সমস্ত জুড়ে লাবণ্য
প্রেম মানেই আমার কাছে রাতের আনুষাংঙ্গিক কাজ
প্রেম মানেই আমার কাছে তাঁর অনুমোদনের অপেক্ষা ।
_____________________________________________
শরীফুল আলম ।
১২ই ফেব্রোয়ারি / ২০২২
নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ।