বঙ্গীয়’র কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি: সভাপতি লতিফ, সদস্য সচিব স্বপন

, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:48:44

বিশ্বব্যাপী বাংলা ভাষার লেখক শিল্পীর সম্প্রীতি মৈত্রী প্রতিষ্ঠার সুদূরপ্রসারী অভিপ্রায় নিয়ে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদের কিশোরগঞ্জ জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে মু আ লতিফকে আহ্বায়ক ও শাহ্ ইস্কান্দর আলী স্বপনকে সমন্বয়কারী ও সদস্য সচিব করে মোট একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেক্ষাপট ৭১ এর কিশোরগঞ্জ জেলার সভাপতি ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য বিজ্ঞানী ডঃ এস এম ফরিদ, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ আর এস বি) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর শাহ্ ইস্কান্দর আলী স্বপন, সিনিয়র আইনজীবী ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী মায়া ভৌমিক, সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার,অধ্যাপক মোঃ শাহজাহান শাজু,অধ্যাপক বিমল সরকার, ডাঃ মোঃ গোলাম হোসেন, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ আর এস বি) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক,দৈনিক ঢাকার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মইনুল হোসেন তাপস, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী ও এফ আর এস বি কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান ভুঁইয়া বাবুল, নাট্যকার ও অভিনেতা মোঃ সাইদুল হক শেখর, মুঃ মুস্তাফিজুর রহমান রিয়াজ,বাশির উদ্দিন ফারুকী, আমিনুল ইসলাম সেলিম,অপু সাহা, মোঃ সামছুজ্জামান,আতাউর রহমান খান মিলন, তাজউদ্দিন আহমেদ বকুল, মুহাম্মদ শামীম রেজাসহ অনেক বিদগ্ধ গুণীজন।

সভায় কিশোরগঞ্জ জেলায় আন্তর্জাতিক সংগঠন বঙ্গীয়’র শাখা গঠনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফ, প্রেক্ষাপট ৭১ এর জেলা সভাপতি ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, বারআ২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর শাহ্ ইস্কান্দর আলী স্বপন, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ডঃ এস এম ফরিদ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী ও বিশিষ্ট আইনজীবী মায়া ভৌমিক, অধ্যাপক মোঃ শাহজাহান শাজু, অধ্যাপক বিমল সরকার, সিনিয়র আইনজীবী আইউব বিন হায়দার, ডাঃ মোঃ গোলাম হোসেন, তাজউদ্দিন আহমেদ বকুল, আতাউর রহমান খান মিলনসহ অনেক গুণীজন।

এ সম্পর্কিত আরও খবর