সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘লেখার চর্চা করতে করতে এক সময় ভালো লেখা আসবে। লেখার নিয়মিত চর্চা করলে আজকের নতুন লেখকরাই একদিন বড় লেখক হবেন।’
রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর সিআরবিতে অনুষ্ঠিত চট্টগ্রাম বইমেলাতে এসে এমন মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘যুগে যুগে ভালো লেখকরা ছিলেন। তবে এখন বলা যায় একটু ভাটা পড়েছে। তারপরও লেখা হচ্ছে, ভালো বই হচ্ছে। অনেক সময় আমরা সাথে সাথে ভালো বইয়ের কথা জানতে পারি না। কিন্তু কিছুটা সময় গেলে সেই ভালো বইগুলো ভেসে উঠে।’
তিনি আরও বলেন, ‘এখন তো মিডিয়ার যুগ। যার যত বেশি প্রচার হবে, তার সম্পর্কেই মানুষ বেশি জানবে। দেখবেন, বড় বড় লেখকদের পিছনেও মানুষ অতো ছুটে না, যতটা না একজন সেলিব্রিটির পিছনে ছুটে। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, প্রতিভার পিছনে নয়, লোকে ছুটে শক্তির পিছনে।’
তিনি বলেন, ‘জ্ঞান সৃষ্টিতে, বইয়ের প্রকাশ-প্রচারে বইমেলার বড় একটা ভূমিকা আছে। এখন সারাবিশ্বেই বইমেলা হচ্ছে। এখানে এসে মানুষ বই খুঁজে, জ্ঞান অন্বেষণ করে। তাছাড়া এখন ভালো লেখক উঠে আসতেছে না, এমন একটা শ্রুতি আছে। কিন্তু, লেখার চর্চা করতে করতে একসময় ভালো লেখা আসবে। লেখার নিয়মিত চর্চা করলে আজকের নতুন লেখকরাই একদিন বড় লেখক হবেন।’
উল্লেখ্য, শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরীষতলা প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। ২৩ দিনব্যাপী বইমেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এবারের বইমেলাতে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের ৯২টি প্রকাশনা সংস্থার ১৫৫টি স্টল থাকার কথা রয়েছে।
তাছাড়া মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। ২ মার্চ অনুষ্ঠিত হবে বইমেলার সমাপনী।
উল্লেখ্য, চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে।