বইমেলায় পাওয়া যাচ্ছে সায়েন্স ফিকশন গল্পগ্রন্থ ‘জট’

রিভিউ, শিল্প-সাহিত্য

Ashish Biswas | 2024-03-02 12:32:48

অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে তরুণ লেখক রূপক খানের সায়েন্স ফিকশনভিত্তিক গল্পগ্রন্থ ‘জট’ প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে বর্ষা প্রকাশনী এবং প্রচ্ছদ এঁকেছেন সেলিম হোসেন সাজু।

বইটির বিষয়ে লেখক জানিয়েছেন, মোট সাতটি ছোট গল্প দিয়ে সাজানো হয়েছে ‘জট’ বইটি। এর সব গল্পই কল্পবিজ্ঞানভিত্তিক।

বইটি পাওয়া যাচ্ছে বইমেলার স্টুডেন্ট ওয়েজের ২৬ নম্বর প্যাভিলিয়নে।
এছাড়াও ‘বাতিঘর’, অন্যান্য প্রথম সারির বইবিপণিসহ অনলাইনে রকমারি থেকেও বইটি সংগ্রহ করা যাবে। ২৫% ছাড়ে বইটির মূল্য ২০০ টাকা।

বই প্রসঙ্গে লেখক বলেন, ‘সায়েন্স ফিকশনের চিরচেনা, প্রচলিত ছকের বাইরে গিয়ে গল্পগুলো লেখার চেষ্টা করেছি। খানিকটা কসমিক হররের স্বাদও পাবেন পাঠক গল্পগুলোতে’।

এ সম্পর্কিত আরও খবর