✿
এ সময় বৃষ্টির, এ সময় তুষারের
আমি ঘুমহীন রাত কাটাই
ভোরের বেলা জমে ওঠা
নীহারকণার দিকে তাকিয়ে
যা তোমার প্রেমের মতো কোমল।
২.
আমি একটা অ্যাজেলিয়া ফুল তুলে
বাড়ি নিয়ে এলাম।
এখন যখন ফুলটার দিকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকি,
তার টকটকে লাল রঙে
আমি আমার প্রেমিকের
পোশাকের রঙ দেখি।
মূল : IZUMI SHIKIBU
✿
তোমার দিকে
স্বপ্নের পথ বেয়ে যেতে নিয়ে, আমার পা
কখনো থেমে থাকে না। কিন্তু বাস্তবের তোমার একটা ঝলক
হবে এইসব অনেক রাতের
ভালোবাসার মূল্য।
২.
এই চাঁদহীন রাতে
তুমি এসো না।
ঘুম ভেঙে তোমাকে চাই।
আমার বুকে দীর্ঘশ্বাস, আমার বুকে আলোকচ্ছটা।
আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে।
মূল : ONO NO KOMACHI
✿
আমার হৃৎপিণ্ড শুন্য,
সব অনুকম্পা হয়েছে শান্ত,
তবুও কেঁপে কেঁপে উঠছি, হেমন্তের
গোধুলিতে যেভাবে একটা কাদাখোঁচা পাখি
উঠে আসে আর উড়ে যায়।
মূল : Saigyō
✿
গোধূলিবেলায়
পথ খুঁজে পাওয়া কঠিন।
চাঁদ ওঠবার জন্য অপেক্ষা করো,
তবে তোমার চলে যাওয়া দেখতে পাব।
মূল : OYAKEME, A GIRL OF BUZEN
✿
আলো ফোটার সময়
সাদা তুষার ঝরে পড়ে
ইওশিনোর গ্রামটার ওপর
ভোরবেলার চাঁদের
আলোর মতো।
মূল : SAKANOE NO KORENORI
✿
পাহাড়ের গ্রামটায়
বসন্তের গোধূলিবেলা ঘনিয়ে আসে।
আমি এগিয়ে যেতেই
সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার
গমগম শব্দে
চেরিফুলের পাপড়ি ছড়িয়ে পড়ে।
মূল : THE MONK ¬NO̅IN
✿
বসন্তের গভীর, সংকীর্ণ গিরিখাতে
স্বচ্ছ বৃষ্টিতে
পাপিয়া গান শুরু করে
পাহাড়ের স্তব্ধতায়।
মূল : ONOE NO SHIBAFUNE
✿
ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া
নারুমি সৈকতে, কেঁদে কেঁদে ফেরা টিট্টিভ পাখি
কাছাকাছি ঘন হয়ে আসে, পাখায় পাখা ঘষে,
যখন চাঁদ ঢলে পড়ে
উঁচু হয়ে হয়ে ওঠা ঢেউয়ের পিছনে।
মূলঃ FUJIWARA NO SUEYOSHI
✿
সারাদিন আমি নিড়ানি দিয়ে আগাছা তুলি।
রাতে ঘুমাই।
সারা রাত আবার আমি নিড়ানি চালাই
স্বপ্নের ভিতর দিনের সব আগাছা।
মূল : ANONYMOUS FOLKSONG
✿
প্রেমে পুড়তে পুড়তে সিকেডা পোকা
কেঁদে যায়।
জোনাক পোকা ছাই হয়
গোপন ভালোবাসায়।
মূল : ANONYMOUS