বাংলাভাষার অন্যতম প্রধান কবি, কলামিস্ট, নজরুল গবেষক, অধ্যাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি (ডিইউজে) কবি আবদুল হাই শিকদারের ৬৩তম জন্মদিন ১ জানুয়ারি।
১৯৫৭ সালের ১ জানুয়ারি তিনি কুড়িগ্রামে জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ছাত্র। কবিতা, কলাম, গল্প, শিশু সাহিত্য, গবেষণা, সম্পাদনা, সাংবাদিকতাসহ সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। এ যাবত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা একশ’ বিশটি।
কবির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। তবে কবির ভক্ত-অনুরাগীরা এদিন কবির বাসভবনে এসে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নিবেদিত কবিতা পাঠ করতেন পারবেন।