জাতীয় কবিতা উৎসব শুরু ২ ফেব্রুয়ারি

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

মাহমুদ হাফিজ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 15:02:58

'মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি' স্লোগানে আগামী ২ ফ্রেব্রুয়ারি শুরু হচ্ছে ৩৪ তম জাতীয় কবিতা উৎসব। ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসব উদ্বোধন করবেন বর্ষীয়ান কবি মহাদেব সাহা।

উদ্বোধনী পর্বে সকাল দশটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন ও শিল্পী কামরুল হাসানের সমাধি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প শ্রদ্ধা প্রদান, জাতীয় সঙ্গীত, পতাকাল উত্তোলন ও একুশের গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুক্ত আলোচনা এবং বেলা দেড়টা থেকে নিবন্ধিত কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

এতে উৎসব আহ্বায়ক হিসেবে কবি শিহাব শাহরিয়ার, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি কাজী রোজী, কবি ছড়াকা আসলাম সানী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি দিলারা হাফিজ, কবি প্রাবন্ধিক কাজল বন্দ্যোপাধ্যায়, কবি আমিনুর রহমান সুলতান, কবি শামীম আজাদ, কবি মুস্তাফা মজিদ, কবি ভ্রামণিক মাহমুদ হাফিজ, কবি ছড়াকার এম আর মঞ্জুর, কবি আনজীর লিটন, কবি নাহার ফরিদ খান,কবি বুলবুল মহলানবীশ, কবি রবীন্দ্র গোপ, ড. শাহাদাত হোসেন নিপু, কবি পিয়াস মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসবে আগত বিদেশি কবিদের মধ্যে উপস্থিত ছিলেন উজবেক কবি নাদিরা আবদল্লাহয়েভা, মেঘালয়ের কবি ফাল্গুনি চক্রবর্তী প্রমুখ।

এবার সিটি করপোরেশন নির্বাচনের জন্য ফেব্রুয়ারির ১ তারিখের বদলে ২ তারিখে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব।

সূচনা বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, আশির দশকের শেষদিকে স্বৈরাচার সরকারের পতনের আগে কবিদের রাজপথে নেমে এসে এই কবিতা আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন বরেণ্য কবি শামসুর রাহমান। শুভ শক্তির পক্ষের কবিগণ এই কবিতার উৎসবকে নানাসময়ে পুষ্ট করেন। বরেণ্য কবিদের পথ অনুসরণে গত ৩৪ বছর কবিতার সবচেয়ে বড় আয়োজনকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।

লিখিত বক্তব্যে কবি তারিক সুজাত বলেন, দু’দিনব্যাপী কবিতা উৎসবে কবিতা পাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে উৎসবের মধ্য দিয়ে এবারের উৎসব উদযাপিত হবে। দেশের বরেণ্য কবিরা ছাড়াও বিদেশি কবিরা অংশগ্রহণ করবেন এবারের উৎসবে। বিদেশি কবিদের মধ্যে উজবেকিস্তানের কবি নাদিরা আবদুল্লাহয়েভা, সুইডেনের শিল্পী বেঙত সোদারহল, পশ্চিমবঙ্গের কবি বীথি চট্টোপাধ্যায়, সেবন্তী ঘোষ, নীলাঞ্জনা বন্দোপাধ্যায়, অমিত গোস্বামী, দীধিতি চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র, আসামের কবি অমিত তুলাসি, মেঘালয়ের কবি ফাল্গুণি চক্রবর্তী, নেপালের কবি ড. তুলাসি দিওয়াসা, আগরতলার কবি অর্পিতা আচার্য অংশগ্রহণ করবেন।

কবি তারিক সুজাত বলেন, বছরজুড়ে আমাদের কর্মসূচি চলবে। মুজিববর্ষ, কবিতাবর্ষ’ হিসেবে আমরা দেশে বিদেশে কবিতা উৎসবের আয়োজন করবো। টুঙ্গিপাড়া, মুজিবনগরসহ বিদেশের লন্ডন, ম্যানচেস্টার, কলকাতা, শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন, আগরতলায় কবিতা পরিষদের অনুষ্ঠানমালা থাকবে।

 

 

এ সম্পর্কিত আরও খবর