মুজিববর্ষে ভ্রমণগদ্য’র নতুন সংখ্যা, শনিবার পাঠ উন্মোচন

ভ্রমণ, শিল্প-সাহিত্য

শিল্প-সাহিত্য ডেস্ক | 2023-08-30 00:01:09

কবি, ভ্রামণিক মাহমুদ হাফিজ সম্পাদিত ভ্রমণ সাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’র নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত সংখ্যাটির পাঠ উন্মোচন করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরীসহ দেশের প্রথিতযশা পরিব্রাজক ও ভ্রমণলেখকরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য ভ্রামণিক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ভ্রামণিক ও ভ্রমণলেখক শাকুর মজিদ, ফারুক মঈনউদ্দীন, কামরুল হাসান, এলিজা বিনতে এলাহী, ভ্রমণকন্যা সিলভী রহমান প্রমুখ।

এতে সূচনা বক্তব্য দেবেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ। অনুষ্ঠান পরিচালনা করবেন আরেক ভ্রামণিক আশরাফুজ্জামান উজ্জ্বল।

অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বরের ৫৪ নম্বর ভ্রমণগদ্যের নিজস্ব স্টলে সব সংখ্যা পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর