ভ্রমণগদ্য’র মুজিববর্ষ সংখ্যার পাঠ উন্মোচন করলেন কবি কামাল চৌধুরী

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:40:20

অমর একুশে গ্রন্থমেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত ভ্রমণসাহি্ত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’ এর পাঠ উন্মোচন করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও মুজিব জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে পাঠ উন্মোচনে অংশ নেন।

উন্মোচনপর্ব শেষে তিনি বলেন, প্রত্যেক লেখকই ভেতরে ভেতরে অন্তহীণ ভ্রমণের ভেতর দিয়ে যান। তিনি কবি হোন, গদ্যকার হোন বা প্রাবন্ধিক- অন্তহীন ভ্রমণের মধ্য দিয়ে লেখক তার চারপাশ অবলোকন করতে থাকেন। এভাবে ভ্রমণ এক অসাধারণ সাহিত্য হয়ে ওঠে। মাহমুদ হাফিজ ভ্রমণগদ্যের সম্পাদক হলেও কবি। কবিরা সবাই ভ্রামণিক, তাদের অন্তর আসলে ভ্রমণপ্রাণ। তিনি ‘ভ্রমণগদ্য’ কাগজে লেখার আগ্রহ প্রকাশ করেন।

তিন ভ্রমণ কন্যার হাতে ‘ভ্রমণগদ্য’ এর নতুন সংখ্যা

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, ভ্রমণগদ্য সম্পাদক ভ্রামণিক মাহমুদ হাফিজ। ভ্রমণ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, নেপাল দূতাবাসের উপ রাষ্ট্রদূত ভ্রমণপ্রেমী মি. ধন বাহাদুর ওলি, ভ্রামণিক ও শিল্পী সৈয়দ লুৎফুল হক, ভ্রামণিক ও ভ্রমণপৃষ্ঠপোষক এম, রবিউল ইসলাম, হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী, ভ্রমণকন্যা ভ্রমণ গ্রুপের অন্যতেম নেত্রী সিলভী রহমান প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, সাইকেল পরিব্রাজকখ্যাত আশরাফুজ্জামান উজ্জ্বল। অনুষ্ঠানে কবি-লেখক-সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হাসান, সৈয়দ রওশন কামাল, চপল বাশার, স্বপন দত্ত, তারিফ রহমান, আবদুল মান্নান, শাহীন চৌধুরী ডলি প্রমুখ।

‘ভ্রমণগদ্য’ সংকলনের বিশেষ সংখ্যাটিতে বাংলাদেশ ও ভারতের ২৫ ভ্রামণিকের ভ্রমণরচনা স্থান পেয়েছে। এতে ভারতের ভূপর্যটক অমরেন্দ্র চক্রবর্তীর বিপদসঙ্কুল এ্যান্টার্কটিকা অভিযান ‘এ্যান্টার্কটিকায় দশদিন’ নামে মলাট ভ্রমণগদ্য হিসেবে প্রকাশ করা হয়েছে। ভারতের কথাসাহিত্যিক বীথি চট্টোপাধ্যায় লিখেছেন সুইডেনের জেলাখানা ভ্রমণের অনবদ্য অভিজ্ঞতা। কলকাতার কবি কাজল চক্রবর্তী লিখেছেন সম্প্রতি তার ভেনিস পর্যটনের কথা। বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক লিখেছেন মিশর ভ্রমণের ওপর।  বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ভ্রমণলেখক মঈনুস সুলতান লিখেছেন ‘লিসোটোর মালাতালেই গ্রামের বৃত্তান্ত’ নামের চমৎকার ভ্রমণরচনা, বাংলা একাডেমী পুরস্কাপ্রাপ্ত শাকুর মজিদ লিখেছেন ‘ভালতাভার তীরে’ শীর্ষক প্রাগ শহর ও শহরসংলগ্ন নদী পর্যটনের অপূর্ব অভিজ্ঞতা। ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ লিখেছেন বৃষ্টির বিশ্ব রাজধানী চেরাপুঞ্জি ও মেঘালয়ের শিলং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ‘মেঘ মেঘ মেঘালয়’। হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী লিখেছেন গ্রিসের গ্রিক ঐতিহ্য নিয়ে ‘ এ্যাপোলো আর এথেনার শহরে’  শীর্ষক ভ্রমণগদ্য।

লেখকদের মধ্যে আরও আছেন অনন্যা পাল, আফরোজা পারভীন, ইশতিয়াক আলম, কামরুল হাসান, খায়রুল আনাম, চপল বাশার, জাকারিয়া মন্ডল, জিকরুর রেজা খানম, জুম্মি নাহদিয়া, পিয়াস মজিদ, ফরিদুর রহমান, শহিদ হোসেন, শাহীন চৌধুরী ডলি, সৈয়দ রওশন কামাল, সৈয়দ লুৎফুল হক, হুমায়ুন সাদেক চৌধুরী প্রমু্খ।

‘ভ্রমণগদ্য’ এর সব সংখ্যা বাংলা একাডেমী অমর একুমে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্ত্বরে ‘ভ্রমণগদ্য’ এর ৫৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর