বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলায় একটি ঝুঁকিপূর্ণ মোবাইলের টাওয়ার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে টিএসসির গেট সংলগ্ন গ্রামীণফোনের টাওয়ারটি হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিএসসি গেট সংলগ্ন প্রাইভেট মোবাইল কোম্পানি গ্রামীণফোনের টাওয়ারটি ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কোম্পানির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তারা মেরামতের কাজ করছেন। কালী মন্দির সংলগ্ন আরেকটি টাওয়ার রয়েছে। আশা করি তেমন সমস্যা হবে না।
বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার ও বইমেলার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা আইয়ুব মোহাম্মদ খান বলেন, মেলায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ কিনা তা জানা ছিল না। তবে যেহেতু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাই এখন সকল টাওয়ার অপসারণ করতে হবে। আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে শতভাগ আশ্বস্ত যে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।
তিনি আরও বলেন, যেহেতু একটি টাওয়ার ভেঙে পড়েছে আমরা এখন পুরোপুরি সতর্ক থাকবো এবং এটা নিয়ে আমরা ডিজি মহোদয়কে অবহিত করে সভা সমাবেশ যা করা প্রয়োজন করবো। যাতে আর কোনো ত্রুটি না হয় সে ব্যাপারে সকল পদক্ষেপ নেব।
জানা যায়, বিকট শব্দে টাওয়ারটি ভেঙে পড়লে আশপাশের লোকজন দৌড়ে আসে সেখানে। দায়িত্বরত ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা জায়গাটি ঘিরে ফেলে সঙ্গে সঙ্গে।