এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আবু নাছের টিপু’র দ্বিতীয় উপন্যাস ‘পাললিক মন’। অন্বেষা প্রকাশন উপন্যাসটি প্রকাশ করেছে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৩নং প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে উপন্যাসটি।
প্রেম ভালোবাসার আড়ালে লেখক সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন সম্পর্কের এপিঠ-ওপিঠ ও জীবনের ফলিত দিক।
বইটি সম্পর্কে লেখক লিখেছেন, গল্পটির’র অংকুরোদগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণময় ক্যাম্পাসে, এরপর ডালপালা গজায়...। কেউ নিজেকে দুমড়ে মুচড়ে গড়ে, কেউ ক্ষয়ে যায় আপন অন্তঃপুরে।প্রেম, বিরহের আড়ালে সমাজমানস, গলিত-দলিত মূল্যবোধ কড়া নাড়ে, আবার কখনো উপহাসের নামতা পড়ে। অনিবার্য গন্তব্য যখন হয়ে উঠে পথনকশা তখনও প্রেমের ধ্রুপদী সুর ভজে পরিযায়ী মন। আর এসব নিয়ে বিস্তৃত থই থই জলরাশির মাঝে ছোট্ট একখণ্ড মায়াময় দ্বীপ ‘পাললিক মন’।
লেখক আবু নাছের টিপু বিসিএস তথ্য ক্যাডারের বিশতম ব্যাচের একজন। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা।