বইমেলা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মেলা পরিদর্শনে এসে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বই কেনেন তিনি।
মেলা পরিদর্শনের আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) আযিমুল হকের কাব্যগ্রন্থ ‘ডুবে যেতে যেতে’-এর মোড়ক উন্মোচন করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মেলায় অন্য প্রকাশ, প্রথমা, পাঞ্জেরী এবং তাম্রলিপিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টল ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। এ সময় তার সঙ্গে পুলিশের অনেক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।