অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ শব্দভূমি থেকে প্রকাশিত হয়েছে সোনিয়া তাসনিম খানের গল্পগ্রন্থ ‘মায়ের গয়নার বক্স’।
বইয়ে থাকা গল্পগুলোর নাম হলো—মায়ের গয়নার বাক্স, নাড়ির টান, পিতৃত্ব, ফেসবুক, সময়ের প্রতিশোধ, মাইনে।
গল্পগ্রন্থটি সম্পর্কে লেখক বলেন, “মুক্তিযুদ্ধের চিত্র, বাস্তব জীবনের নানা ঘটনা-দুর্ঘটনা, প্রতিটি সম্পর্কের সৌন্দর্য, কখনো টানাপোড়েন—এসব নিয়েই সাতটি গল্প স্থান পেয়েছে বইটিতে।”
বইটিতে স্থান পেয়েছে মোট সাতটি গল্প। মেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে শব্দভূমির ২১৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।