শুভ্র সরকারের প্রথম কবিতার বই ‘বিষণ্ণ স্নায়ুবন’

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 18:29:09

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ এসেছে শুভ্র সরকারের প্রথম কবিতার বই “বিষণ্ণ স্নায়ুবন’’। বইটি প্রকাশ করেছে পরম্পরা প্রকাশনী। দীর্ঘ কবিতার এই বইটিতে কবিতা আছে ১১টি।

বইটি সম্পর্কে শুভ্র সরকার বার্তা২৪.কমকে বলেন, “এই বইয়ের কবিতাগুলোকে অন্তত আমার কাছে কবিতাপদবাচ্য বলে মনে হয়েছে। এইটুকু কনফিডেন্স নিয়ে আমি বলতেই পারি। এই কবিতাগুলো লেখার সময় আমি জীবনকে খুউব উপভোগ করেছি। মনে করেছি কেবলি জীবনের রস বুঝি কবিতায়। শুধুই কবিতায়...’’

বইটির পেছনের ভাবনা নিয়ে বললেন, “আমি শুরুতে চেয়েছিলাম ছোটকবিতা নিয়ে বইটা করার। তারপর ব্যাপারটা এইরকম, বরাবরের মতো একদিন মধুপুর বনের দিকে যাওয়ার পর, ওইখান থেকে ফিরে একটি কবিতা লিখলাম ‘মধুপুর ও অন্যান্য দিন‘ এই শিরোনামে। সেদিক থেকে বলতে পারেন, এই বইয়ের এটাই প্রথম কবিতা। পরে দেখলাম কবিতাটা বেশ বড় হয়েছে এবং পড়তেও ভালো লাগছে। পরবর্তীতে একটা ফ্লু এর ভেতর থেকে বাকি কবিতাগুলো ধীরে ধীরে লিখেছি। এবং দেখলাম এইগুলো দিয়ে একটা দীর্ঘ কবিতার বই করা যায়। এই যে বাসনা এই বাসনার কাছে আমি নিজেকে সপে দিয়েছি। ’’

নিজের কবিতা নিয়ে জানালেন, “নানা অনুষঙ্গের ভেতর দিয়া কবিতা যখন আমাকে টেনে নিতে থাকে, আমি তখন তার রেশ টেনে ধরতে চাই না—আমার দীর্ঘ কবিতার রহস্য এখানেই।’’

এর সাথে যোগ করেন, “শূন্য দশকের কবি কাজী নাসির মামুনের ‘লখিন্দরের গান এবং ‘অশ্রুপার্বণ’ বই দু’টিতেও বেশ কিছু দীর্ঘ কবিতা আছে। এই বইয়ের কবিতাগুলো পড়ার পর থেকেই দীর্ঘ কবিতা লেখার বাসনা লালন করেছিলাম।’’

তিনি মনে করেন, “দীর্ঘ কবিতায় একজন কবির নন্দন অভিজ্ঞতা স্পেস পায়।’’

জানালেন, সামনের বইমেলায় তাঁর বাবাকে নিয়ে একটা সিরিজ কবিতার বই করার পরিকল্পনা আছে।

মেলায় চলে আসা “বিষণ্ণ স্নায়ুবন’’ বইটি পাওয়া যাবে গ্রন্থিক প্রকাশনের ২১১ নাম্বার স্টলে। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। বিনিময় মূল্য ১০০টাকা।

এ সম্পর্কিত আরও খবর