চলতি বছর জনৈক আমলাকে সাহিত্যে স্বাধীনতা পদক এবং ভাষা ও সাহিত্যে অন্য এক নারীকে একুশে পদক দেওয়ার প্রতিবাদে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বইমেলায় প্রতীকী অনশন করবেন।
তিনি মনে করেন, এই দুই ব্যক্তিকে একুশে পদক ও স্বাধীনতা পদক দেওয়ায় একদিকে যেমন ভাষা ও সাহিত্যকে অপমান করা হচ্ছে, অপর দিকে শীর্ষ দুই রাষ্ট্রীয় পুরস্কারকে বিতর্কিত করে জাতীয় ক্ষতি করা হচ্ছে।
ওই দুই ব্যক্তির পদক প্রত্যাহারের দাবিতেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার মিডিয়া চত্বরে প্রতীকী অনশনে বসবেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।