অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ চন্দ্রবিন্দু থেকে এসেছে নাহিদ ধ্রুব’র প্রথম গল্পগ্রন্থ ‘হিম বাতাসের জীবন’। বইটি সম্পর্কে বার্তা২৪.কমকে তিনি বলেন “গ্লোবাল’এনার্কি, ডিপ্রেশন, পলিটিক্যাল বিভিন্ন অ্যাস্পেক্ট নিয়ে এই বইয়ের গল্পগুলো ডিল করেছে। আগামীর পৃথিবী আমি যেভাবে দেখি, এই বইয়ের পাতায় হয়তো পাওয়া যাবে তার সন্ধান কিংবা কেজানে হয়তো পাওয়া যাবেনা।’’
তাঁর এ পর্যন্ত দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে জেব্রাক্রসিং থেকে ‘মৃত্যুর মতো বানোয়াট’ এবং ২০১৯ সালে চন্দ্রবিন্দু থেকে ‘থাকে শুধু আলেয়া’ প্রকাশিত পায়।
কবি হিসেবে গল্পগুলোতে কবি সত্তার প্রভাব নিয়ে বলেন, “আমি কবিতা ভালোবাসি। কবি হয়ে ওঠা কিংবা না ওঠা নিয়ে আমার মাথা ব্যথা না থাকলেও কবি ট্যাগ'টা অতোটা মন্দ লাগেনা আমার কাছে। গল্প যখন লিখতে গেলাম তখন কিন্তু এই ট্যাগ'টা খুলে রেখে আমি লিখতে শুরু করিনি, বরং সেটা কে সম্পূরক ভেবেই লেখার শুরু। সুতরাং, কবি সত্তার উপস্থিতি বা প্রভাব যাই বলিনা কেন তাহয়তো আছে।’’
তিনি আরও জানান, “ট্র্যাডিশনাল যে গল্পগুলো পড়ে পাঠক অভ্যস্ত এই গল্পগুলো তার থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী।
গল্পগুলোতে গল্পের স্বাভাবিক ইনগ্রিডিয়েন্টের সন্ধান পাওয়া গেলেও শেষে একটা পোয়েটিক রিয়েলিটির সন্ধান করেছে।’’
সমকালীন বাংলা কথাসাহিত্যে এই বইটি কী নতুনত্ব নিয়ে হাজির হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “সেন্টেন্সথ্রোয়িং, সিনট্যাক্স থেকে শুরু করে গল্প বলার ধরনেও অনেক সিগনেচার আছে যেটা একদম আনকোরা। গল্পগুলো ঐ অর্থেবিশেষ কোন স্থান, কাল, পাত্র’ কেসিগনিফাই করেনা বরং গল্পগুলো’ কে সমস্ত জগত সংসার কমপ্লিমেন্ট করে। ফলে, আপনি ইউএসএ’তে বসে এই গল্প পড়লে মনে হবে এটা মূলত ইউএসএ’র কোন অলি গলি নিয়েই লেখা।’’
সমসাময়িক গল্পকারদের গল্প নিয়ে তিনি জানান “অনেক নতুন নতুন গল্পকার এসেছেন যারা নতুন নতুন প্লটে বেশ চমৎকার কিছু কাজ করেছেন। সো, কনটেম্পোরারিরাইটার নিয়ে বলতে গেলে বলবো আমার পাঠ অভিজ্ঞতা ভালো। গল্পকারদের মধ্যে মাহবুব ময়ূখ রিশাদ, হামিম কামাল, কুশল ইশতিয়াক, তানিম কবির, এনামুল রেজা,আশান উজজামান, জিল্লুর রহমান সোহাগ, রাসেল রায়হান, মাহরিন ফেরদৌসের নাম আপাতত মনে পড়ছে যারা লাস্ট কয়েক বছরে বেশ চমৎকার কিছু কাজ করেছেন।
আগামী বইয়ের পরিকল্পনা নিয়ে তিনি জানান, ‘‘কবিতা লিখছি। স্বাভাবিকভাবে যখন আসছে তখন লিখছি... জমেছে অনেক। হয়তো গোছালে একটা পাণ্ডুলিপি করা সম্ভব। তবে, আগামী ২/১ বছরে কবিতার বই করার তেমন পরিকল্পনা নেই।’’
মেলায় চলে আসা ‘হিম বাতাসের জীবন’ বইটিতে গল্প আছে ২০টি। প্রচ্ছদ করেছেন সিপাহী রেজা। বিনিময় মূল্য ১৮০ টাকা। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের চন্দ্রবিন্দু প্রকাশনীর ৬০৭ নাম্বার স্টলে।