গুলশানস্থ ক্যাডেট কলেজ ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে লিট-সোসাইটির দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ক্যাডেট কলেজ ক্লাবের পৃষ্ঠপোষকতায় ক্লাবের লিটারেরি সোসাইটির দ্বিতীয় ও তৃতীয় সাহিত্য সাময়িকী English Anthology এবং ক্যাডেটকথা নামক দুটো সংকলনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাট্যকার মামুনুর রশীদ।
এর আগে সকাল দশটায় ক্লাব প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন। ক্লাব নির্বাহী কমিটি ও বারোটি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটবৃন্দ সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শুরু হয় বইমেলা। প্রাক্তন ক্যাডেট এবং তাঁদের পরিবারবর্গের ৩৮ জনের লেখা বই নিয়ে ক্লাব সভাপতি নাসের জায়েদী প্রধান অতিথি নাট্যকার মামুনুর রশীদকে নিয়ে বইমেলার সূচনা করেন।
এক পর্যায়ে লেখকেরা কী লিখি, কেন লিখি শীর্ষক লেখক-পাঠক আড্ডায় মুখোমুখি হন, লেখকদের সাম্প্রতিক সময়ে প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন। কবিতা পাঠ, স্বরচিত কবিতা আবৃত্তি, দেশের গান এসবের মধ্য দিয়ে বিকেল পর্যন্ত চলে একুশ উদযাপনের নানা আয়োজন।