বইমেলা মেলা প্রাঙ্গন থেকে: অমর একুশে গ্রন্থ মেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন কেন্দ্রে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় গ্রন্থ উন্মোচন কেন্দ্রে পুলিশ কর্মকর্তা মামুন মোয়াজ্জেম রচিত "তিতির ডুবানো চাঁদ" এবং হিমাদ্রী বসু রচিত "অমীমাংসিত জলকণা" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই দুই লেখকের লেখক জীবনের শুভকামনা জানিয়ে তাদের লেখা বইয়ের বহুল প্রচার ও প্রসার কামনা করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।