অমর একুশে গ্রন্থ মেলায় তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে হোসনে আরা বেনুর ‘সে এসেছিল’, সাগরিকা নাসরিনের শিশুতোষ প্রকাশনা ‘ঘণ্টি পরি’ এবং ‘সর্বস্তরে শুদ্ধি অভিযান’ নামে ড. ফোরকান উদ্দিন আহমেদের প্রবন্ধ সংকলন বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লেখকদের শুভকামনা জানিয়ে তাদের লেখা বইয়ের বহুল, প্রচার ও প্রসার কামনা করেন।