বইমেলার গেট খোলার আগেই পাঠকদের দীর্ঘ লাইন

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:33:16

বইমেলার গেট খোলার আগেই পাঠকদের দীর্ঘ লাইন

বইমেলা প্রাঙ্গণ থেকে: শেষের দিকে পৌঁছেছে অমর একুশে বইমেলা। আর মাত্র দুই দিন পরেই শেষ হতে যাচ্ছে লেখক-পাঠক-প্রকাশক ও সর্বস্তরের বইপ্রেমী মানুষের এই মহা মিলন মেলা।

প্রতিদিন তিনটা বাজে বই মেলায় প্রবেশ দরজা খোলা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দরজা খোলার আগেই প্রতিটি প্রবেশ পথের সামনে আগত পাঠক ও প্রকাশকদের লম্বা লাইন চোখে পড়ে।

মেলায় প্রবেশ করার জন্য আধঘণ্টা আগে থেকেই মেলার প্রবেশ পথগুলোতে এমন ভিড় করেন বইপ্রেমীরা।

আগত পাঠক ও বইপ্রেমীদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া ও মেলার শেষ সময়ের পরিস্থিতি বিবেচনায় আগেভাগেই মেলা প্রাঙ্গণে থাকতে চান তারা।

সুলতান আহমেদ নামে মেলায় আগত এক পাঠক বলেন, যখন তখন বৃষ্টি আসতে পারে তাই পছন্দের বই কিনতে আগে ভাগেই মেলায় এসেছি। যেন আবহাওয়া বা অন্যান্য কারণে বই না কিনে ফিরে যেতে না হয়।

বিকেল তিনটা থেকে মেলায় প্রবেশের জন্য দরজা গুলো খুলে দেওয়া হয়। বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা।

এ সম্পর্কিত আরও খবর

right arrow