এবারের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা ৪৯১৯টি

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:33:38

বইমেলা প্রাঙ্গণ থেকে: শেষ সময়ের জোরদার বই বিক্রি হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। বিকেল থেকেই উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জনসমুদ্র। ভাঙনের নীরব হাহাকারের মেলায় শেষ দিন পর্যন্ত মোট নতুন বই এসেছে ৪ হাজার ৯১৯টি। শেষ দিনে নতুন বই এসেছে ১৮৪টি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে বাংলা একাডেমি জনসংযোগ ও তথ্য কেন্দ্র।

নতুন বইয়ের তালিকা

বইমেলায় আসা নতুন বইয়ের মধ্যে- গল্প ৬৪৪টি, উপন্যাস ৭৩১টি, প্রবন্ধ ২৭১টি, কবিতা ১৫৮৫টি, গবেষণা ১১২টি, ছড়া ১১১টি, শিশুতোষ ২০৩টি, জীবনী ১৪৯টি, রচনাবলী ৮টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ১৫২টি, নাটক ৩৪টি, বিজ্ঞান ৮৩টি, ভ্রমণ ৮২টি, ইতিহাস ৯৬টি, রাজনীতি ১৩টি, চিকিৎসা ও স্বাস্থ্য ৩৬টি, বঙ্গবন্ধু বিষয়ক ১৪৪টি, রম্য ও ধাঁধা ৪০টি, ধর্মীয় ২০টি, অনুবাদ ৫৬টি, অভিধান ১৪টি, সাইন্স ফিকশন ও গোয়েন্দা ৬৭টি, অন্যান্য ২৬৮টি।

উল্লেখ্য, গতবারের তুলনায় এবার নতুন বই বেশি এসেছে ২৩৪টি।

এ সম্পর্কিত আরও খবর