আমার জীবন লিখে রেখে যাব তোমার জন্মদাগে

কবিতা, শিল্প-সাহিত্য

তামিম ইয়ামীন | 2023-08-26 21:06:44

বর্ণ পরিচয়

সেখানে সে রঙ ধরে যেখানে যে জল
জংলা ছাপার শাড়ি, মায়ের আঁচল—
হতে খসা ভালোবাসা চিরদিন থাকে
রঙহীন কোনো এক অশ্রুর দাগে।

উইল

পারি যদি মৃত্যুর আগে লিখে দিতে
আমার কাফন হবে মায়ের শাড়িতে।

জননী

কবর খুঁড়ছি কবর খুঁড়ছি
কবর খোঁড়ার শেষে
পিলপিল করে ঢুকে যাব সব
পৃথিবীর যোনীদেশে।

ওয়ারিশ

নিজেই খুঁড়ছি নিজের কবর
ঢুকে পড়বার আগে
আমার জীবন লিখে রেখে যাব
তোমার জন্মদাগে।

অপরূপ ভোর

বৃষ্টির ঘোর লাগা
একেকটা
অপরূপ ভোর—

মায়ের কবর ফুঁড়ে
উড়ে আসা
এক ঝাঁক সাদা কবুতর৷

পানিচক্র

বাষ্প নেয়নি আমায়!

মজা পুকুরের বেশে,
শুয়ে আছি ছুঁয়ে ভূমিতল—

আসন্ন বৃষ্টির নিচে
চাপা পড়া
আমি এক গত বর্ষার জল।

এ সম্পর্কিত আরও খবর