তোমাকে কি একটু চাইতে পারি?

কবিতা, শিল্প-সাহিত্য

অনুভব আহমেদ | 2023-08-31 04:20:28

নিরালা

আমাদের মধ্যে দুপুর দূরত্ব হয়ে আছে
তোমাকে বলা যায়নি—আলোর রেখা ধরে কেবলই মুষড়ে পড়েছে আমাদের দিক
বর্তুল ঘূর্ণনে অজস্র ঘোরে গোড় হয়ে গেছি আমি
ভাড়ারে তুলে রাখা হাড়ির টোকার মতো জেগে উঠে
তুমি-আমি দৃশ্যের ভেতর ইম্প্রোভাইজড অব্জেক্ট হয়ে হাত-পা নেড়ে যাচ্ছি
আর লবণাক্ত মুখের বিকৃতি নিয়ে
ক্লান্ত হয়ে
ফিরে যাচ্ছি, ঘিরে যাচ্ছি নিজস্ব নিরালায়।

অন্যমনস্ক পাতারা

কোথাও যাব না, দুজন বসে থাকব পাতাদের ঝরা শব্দে
বিকেলের দিকে হেলে যাব কিছুটা
মানুষের পায়ের কান্নায় যে পথ ভিজে ভিজে গেছে সারা দুপুর
তার কাছে, ফিরব সুনশান নীরবতা
কোথাও যাব না, শুধু বসে থাকব দুজনে
আরো অনেক দুজনার মধ্যে।

অন্তর্গত মসনদে

যেন নাচছি সকল মুদ্রায়
সঠিক আর ভুলের চর্চায় ঘন উস্তাদজীদের ভিড়ে

কেবল একটা হাততালির প্রত্যাশায়
জন্মের কাছে জিম্মি হয়ে নাচছি

পর্ণ কুটির ধারের পথের মতো কাঙাল এ প্রত্যাশা
এ প্রত্যাশা তৃষ্ণার্ত উটের কুব্জের মতো বেঢপ

নাচতে নাচতে
মনোরঞ্জনের এ আসরে ব্যর্থ ভাঁড় আমি
দাঁড়ায় রয়েছি
দরোজার বাইরে

মনসম্ভব, তোমাকে

তোমাকে কি একটু চাইতে পারি?
পাতারা ঝরে যাচ্ছে রাস্তার পাশে টি-স্টলে।

ব্যবহার

ঘুম ভেঙে তোমার বন্ধ দরোজা থেকে ফিরে আসি
আমাকে ফেরানোর চেয়ে এত সৎ ব্যবহার
নেই বোধহয় বন্ধ দরোজার
হাঁটি বনপথে, পায়ের আওয়াজে এগোয় খানিকটা বন
এখানে গাঢ় অন্ধকার
আমাকে গিলে খায় দাঁতাল শুয়োর
আমি তার নাড়িভুঁড়িতে পাক খেতে খেতে আবার জেগে উঠি
তোমার দরোজা তখনো বন্ধ
ভেতর থেকে ছেঁড়া ছেঁড়া হাসি
মৃত্যু জন্য উদগ্রীব হয়ে
তোমার দিকে ছুটি।

এ সম্পর্কিত আরও খবর