বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার রোডম্যাপ উপস্থাপন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
সোমবার (১ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রোডম্যাপটি উপস্থাপন করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকল অংশীজনকে ৭ দিনের মধ্যে ভ্যাকসিনেশনের আয়তায় আনাসহ ২৩ দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে জাবি ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তুষার ধর বলেন,' দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে পড়েছেন, তেমনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলের ১ লক্ষ ৩৬ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে মোটেই ৩ মাস সময় লাগার কথা নয়। আমরা আশা করব কভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সহযোগিতা নিয়ে রোডম্যাপ তৈরি করার মধ্য দিয়ে মে মাসের ১৭ তারিখ নয়, মার্চ মাসের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে সরকার উদ্যোগী হবে।'
এ সময় সকলের জন্য ভ্যাকসিনেশন নিশ্চিত করা, মেডিকেল সেন্টারে কর্তব্যরত সকলের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা, গবেষণার জন্য বায়োসেফটিসম্পন্ন ল্যাব স্থাপন করা, আগামী ২ টি চূড়ান্ত পরীক্ষার ফি মওকুফ করাসহ ২৩ দফা দাবি জানানো হয়।
রাকিবুল রনি বলেন, করোনার সংক্রমণের কারণে সমগ্র দেশের অর্থনীতিই হুমকির মুখে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশই যেহেতু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই তাদের আর্থিক সঙ্গতির বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। অনেকেই এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই তাদের মানসিক স্বাস্থসেবা নিশ্চিত করতে হবে। এর জন্য সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় সচল করার কোনো বিকল্প নেই।'