রাজধানীতে ঠেলাগাড়ির চাপায় শিশুর মৃত্যু

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 00:50:21

রাজধানীর ইসলামবাগে ঠেলাগাড়ির চাপায় সাইফুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ইসলামবাগ আলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যভর্তি ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে সাইফুল। তাৎক্ষণিকভাবে সাইফুলকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে অবস্থার অবনতি হলে সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সাইফুল ইসলাম মাদারীপুর কালকিনি উপজেলার শিপন মৃধার ছেলে। শিপন একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। তিনি পরিবার নিয়ে ইসলামবাগের একটি বাসায় ভাড়া থাকেন।

এ সম্পর্কিত আরও খবর