শাবিপ্রবিতে টিকা নিয়েছেন ২ হাজার ১৭ শিক্ষার্থী

, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 23:48:44

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের জন্য ১ম ফাইজারের টিকা কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ১৬ অক্টোবর  থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৯ দিনে টিকার প্রথম ডোজ নিয়েছে মোট ২ হাজর ১৭ শিক্ষার্থী। এ টিকা কার্যক্রমের আওতায় সর্বশেষ রোববার (১৪ নভেম্বর) ৩০০ জন শিক্ষার্থীকে টিকার ১ম ডোজ দেওয়া হয়।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হয়। ফাইজারের টিকা দিয়ে এ টিকা কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম ২৭ অক্টোবর শেষ হলেও কিছু শিক্ষার্থী বাদ পড়ায় সর্বশেষ আজ আরো ৩০০ জনকে টিকা দেয়া হয়েছে। এতে মোট ২ হাজার ১৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ করে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর