এক পদের নির্বাচন নিয়েই শুরু হল কুবি শিক্ষক সমিতির নির্বাচন

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-19 09:49:05

এক প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী নিয়েই শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। এক বছর বিরতির পর এবছর এই নির্বাচনের ব্যপারে ঐক্যবদ্ধ হন শিক্ষকরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ১৫ সদস্য বিশিষ্ট কুবি শিক্ষক সমিতির নির্বাচনে এবার শুধু আওয়ামীপন্থী নীল দল থেকেই বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন ১৫ জন। শুধু সাধারণ সম্পাদক পদটিতে নীল দলের মেহেদী হাসানের প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মো. জিয়া উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত সমর্থিত সাদা দল এবারের শিক্ষক সমিতির নির্বাচন বয়কট করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ ডিসেম্বর তৎকালীন শিক্ষক সমিতির নির্বাচন ভন্ডুল হওয়ার পর এক বছর বন্ধ ছিল শিক্ষক সমিতির কার্যক্রম।

এ সম্পর্কিত আরও খবর