পদত্যাগ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯ টার পরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপাচার্য কার্যালয়।
মূলত মঙ্গলবার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কগণ কর্তৃক উপাচার্যসহ উপ-উপাচার্য, কোষাধক্ষ, প্রক্টর, ছাত্র পরামর্শকদেরকে পদত্যাগের জন্য তিন ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রক্টর এর আগেই পদত্যাগ করেছেন বলে তথ্য পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া গত ১৭ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। তিনি ১৯৮৩ সালে ঢাকার তৎকালীন বাংলাদেশ কৃষি ইন্সটিটিউটে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।