এ বছর পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ৩৬তম নিয়োগ পরীক্ষায় টিকেছেন বিশ্ববিদ্যালয়টির ১১১ শিক্ষার্থী।
জানা গেছে, এবারের এসআই নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে, (১৩৬ জন)। এর পরেই দ্বিতীয় অবস্থানে জবি। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫)। সামগ্রিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলো থেকে মোট ৬০৬ জন নিয়োগ পেয়েছেন।
এদিকে, জ্যেষ্ঠদের এমন সাফল্যে উচ্ছসিত জবি শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভ কামনা জানাানো অসংখ্য পোস্ট শোভা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।