রাবি প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেয়ার হুঁশিয়ারি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাবি
  • |
  • Font increase
  • Font Decrease

অনির্দিষ্টকালের জন্য তালা দেয়ার হুঁশিয়ারি/ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য তালা দেয়ার হুঁশিয়ারি/ছবি: সংগৃহীত

পোষ্য কোটা বাতিল, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং আবেদন ফি কমাতে না পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয় সালাউদ্দিন আম্মার তার ফেসবুক ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০/৬০০/৭০০ টাকা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২০০ টাকার বেশি। আবেদন ফি বাণিজ্য একটি সফল ব্যবসা। যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ। বিজয়ের পর এমন প্রশাসন দেখে লজ্জা লাগে। তারা শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু চেতনার কথা শুনায়।’

ফেসবুক পোস্টে তিনি বলেন,‘পোষ্য কোটা বাতিল, ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং আবেদন ফি কমানো এই সব সিদ্ধান্ত এই প্রশাসন নেওয়ার ক্ষমতা পেয়েও করেনি। তাদের হাতে আর ৫দিন সময়। এর মধ্যে না করলে ২ জানুয়ারী থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে অনির্দিষ্টকালের জন্য।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘এই মূহুর্তে মন্তব্য করার মতো কিছুই নেই। আমি রাজশাহীর বাহিরে আছি ফিরে এসে বিষয়টা দেখব।’