বেরোবিতে র‍্যাগিং ঠেকাতে এবার অভিযোগ বক্স-মেইল চালু

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-21 22:47:32

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)  র‍্যাগিং ঠেকাতে এবার ক্যাম্পাসের একাডেমিক ভবন, আবাসিক হল ও প্রক্টর অফিসে অভিযোগ বক্স স্থাপন ও ইমেইল চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের প্রতিটি একাডেমিক ভবন, আবাসিক হলে নিচ তলায় এবং প্রক্টর অফিসে একটি করে র‍্যাগিং অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এসব বক্সে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো। এছাড়াও raggingcomplain@brur.ac.bd এই ইমেলে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় ও প্রমাণ গোপন রাখা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর