জাবিতে পালিত হয়নি 'ব্ল্যাক আউট' কর্মসূচি!

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:32:36

৭১-এর গণহত্যা দিবসের কাল রাতকে স্মরণ করে সারা বাংলাদেশে এক মিনিট প্রতীকী আলোহীন ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়েছে। তবে এ কর্মসূচি পালিত হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে সংশ্লিষ্টরা বলছেন এমন কোন কর্মসূচির কথা তারা জানতেন না।

সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত একযোগে সারাদেশ আলোহীন হয়ে পড়লেও আলো জ্বলেছিল জাবি ক্যাম্পাসে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মো. শরীফ বার্তা২৪.কম-কে বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এমন কোন নির্দেশনা আসেনি। আর কেন বা কিসের জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে এটা আমি জানতাম না।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের কাছে কোন নির্দেশনা আসে নাই। আর বন্ধ করলেতো পল্লী বিদ্যুৎ বন্ধ করে ওরা তো করলো না।'

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহরের আলো নিভিয়ে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডে মেতে উঠেছিল পাকিস্তানি বাহিনী। সেই রাতের কথা স্মরণ করে এই প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি ঘোষণা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর