হিট স্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:58:51

গত কয়েকদিনের প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে মিজাজুর রহমান নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। কয়েকদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা যায়। এছাড়াও প্রচণ্ড গরমের মধ্যে বাসায় পানি না থাকায় হিট স্ট্রোক করেন।

পরে বাসার রুমমেটরা মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিকেল এর কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।

মিজানুরের রুমমেটরা বলেন, 'কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরমের কারণে মিজানুর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল এ নিয়ে যাই।'

তার বন্ধুরা বলেন, 'মিজানুর ক্লাসে ভালো ছাত্র ছিল এবং খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। তবে গত কয়েকদিন যাবৎ ফেসবুকে সে খুবই আবেগী পোস্ট দেয়। সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।'

এ সম্পর্কিত আরও খবর